1. admin@dainikkalaparaprotidin.com : akas :
  2. sumonmohipur@gmail.com : desk-1 :
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।
শিরোনামঃ-
মহিপুরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ক্যাটল শেল্টার উদ্বোধন।। ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মহিপুর থানায় আত্মসমর্পন।। বর্ণাঢ্য আয়োজনে কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস বাউফলে যৌথ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার; আটক-২ পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান। আবেদ আলীর মালিকানা অস্বীকার করলেন কুয়াকাটা সান মেরিনা হোটেল কর্তৃপক্ষ।।  এইচএসসি পরীক্ষার হলে পরিক্ষার্থীর পকেটে মিললো গাজা।। কুয়াকাটায় খাল দখল করে চলছে স্থাপনা নির্মান।। মহিপুরে শিক্ষককে মারধরের বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ।  কলাপাড়ায় সেচ্ছাসেবী সংগঠন ‘প্রভাতি জনকল্যাণ সংস্থা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন।

মহিপুরে মাত্র ছয় দিনের মাথায় আরও এক গৃহবধূর আত্মহত্যা।।

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭৭ বার

মহিপুরে মাত্র ছয় দিনের মাথায় আরও এক গৃহবধূর আত্মহত্যা।


কুয়াকাটা প্রতিনিধি।।


পটুয়াখালীর মহিপুরে বেড়েছে গৃহবধূ আত্মহত্যার প্রবানতা। মাত্র ছয়দিনের মাথায় মহিপুরে কুয়াকাটা থেকে সিলং ফ্যানের সাথে ঝুলান্ত এক নববধূর মৃতদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
গত ২ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা আনুঃ ৭ টার দিকে কুয়াকাটা ০৮ নং ওয়ার্ড ( পাঞ্জুপাড়া) সুমন কর্মকারের ভাড়া বাসার জানালা থেকে মোসাঃ সাথী আক্তার (১৫) নামে এক গৃহবধূর সিলিং ফ্যানের সাথে ঝুলান্ত মৃতদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরবর্তিতে তারা মহিপুর থানায় খবর দিলে, মহিপুর থানা পুলিশ দরজা ভেঙ্গে নিহত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে।জানাযায়, মৃত সাথী আক্তার (১৫) কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ছইলা বুনিয়া গ্রামের হারুন সরদারের বড় মেয়ে। মাত্র দুই মাস আগেই ভালোবেসে পালিয়ে বিবাহ করেছিলো জাহিদ নামে এক মেকানিককে। নিহত’র বাবা মোঃ হারুন সরদার জানায়, তার মেয়ে সাথী আক্তার (১৫) এস,এস, সি পরীক্ষার্থী ছিলেন । তার তিন সন্তানের মধ্যে সাথী সবার বড়। ওই ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। পরবর্তী তারা কুয়াকাটায় ভাড়া বাসায় থাকতো। বাড়ির মালিক, সুমন কর্মকার জানান, গত একমাস আগে তার বাড়িতে একটি রুমে ভাড়ায় ওঠে দম্পতি। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে তার বোনের ফোনে জানতে পারে জানালা দিয়ে নিহতের মৃতদেহ ফ্যানের আংটার ঝুলছে। পরবর্তিতে পুলিশ দরজা ভেঙ্গে মৃতদেহ উদ্ধার করে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) মোঃ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যার পূর্বে নিহত সাথী আক্তার একটি সুইসাইড নোট লিখে যায়। আমরা তদন্তের স্বার্থে বর্তমানে নোটটি গোপন রাখছি। তার নিকটতম আত্মীয়দের কাছে নিহতের মৃতদেহ হস্তান্তর করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহন করবো


সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এ জাতীয় আরো খবর
এই সাইটের কোন সংবাদ, অডিও ও ভিডিও কপি করা দন্ডনিয় অপরাদ।
Created by Hafijur Rahman Akas