1. admin@dainikkalaparaprotidin.com : akas :
  2. sumonmohipur@gmail.com : desk-1 :
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।
শিরোনামঃ-
মহিপুরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ক্যাটল শেল্টার উদ্বোধন।। ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মহিপুর থানায় আত্মসমর্পন।। বর্ণাঢ্য আয়োজনে কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস বাউফলে যৌথ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার; আটক-২ পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান। আবেদ আলীর মালিকানা অস্বীকার করলেন কুয়াকাটা সান মেরিনা হোটেল কর্তৃপক্ষ।।  এইচএসসি পরীক্ষার হলে পরিক্ষার্থীর পকেটে মিললো গাজা।। কুয়াকাটায় খাল দখল করে চলছে স্থাপনা নির্মান।। মহিপুরে শিক্ষককে মারধরের বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ।  কলাপাড়ায় সেচ্ছাসেবী সংগঠন ‘প্রভাতি জনকল্যাণ সংস্থা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন।

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ডুবিঃ ২৫ জেলে উদ্ধার।।

  • আপডেট সময়ঃ বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৭ বার

 


নিজস্ব প্রতিবেদক।।


 

বঙ্গোসাগরের পায়রা বন্দরের দ্বিতীয় বয়া সংলগ্ন গভীর সমুদ্রে ২৫ জেলেসহ একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। সোমবার রাতে এ দুর্ঘটনাটি ঘটেছে।
এ সময় নিকটবর্তী থাকা অপর একটি মাছ ধরা ট্রলার ২৫ জেলেরা সবাইকে উদ্ধার করতে সক্ষম হলে ট্রলার এবং মাছ শিকারের সরঞ্জাম জালসহ অন্যকিছু উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে মৎস্য বন্দর আলীপুর ঘাটেউদ্ধারকারী ট্রলারটি জেলেদের নিয়ে পৌঁছালে এসব তথ্য জানাযায়। দুর্ঘটনার শিকার চট্টগ্রামের বাশখালীর এফ বি হাজী আনোয়ার নামে ওই ট্রলারের মাঝী (জেলে) হোচেন জানান, রবিবার মহিপুর থেকে ইলিশ শিকারের উদ্দেশ্যে ২৫ জেলেকে নিয়ে ট্রলারটি সাগরে যায়। সোমবার রাত ৯ টায় পায়রা বন্দরের বাইরে দ্বিতীয় বয়া বরাবর ট্রলারটির জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিল। এসময় কোন কিছুর উপর উঠে যাওয়ারমত একটি বিকট শব্দ হয় এবং ট্রলারের তলা ফেটে গিয়ে মুহূর্তের মধ্যে ট্রলারটি ডুবেযায়। তাদের অনতিদূরে থাকা অপর একটি মাছ ধরা ট্রলারের জেলেদের বিষয়টি নজরে এলে অল্প সময়ের মধ্যে ভাসমান জেলেদের উদ্ধারে সক্ষম হয়। এর পর ট্রলারটি তীরে নিয়ে আসার প্রচেষ্টাচালান সত্ত্বেও সাগর উত্তাল থাকায় সম্ভব হয়নি বলে জানানো হয়েছে। ট্রলারটির তত্ত্ববধানকারী আলীপুরের (আড়ৎদার) খান ফিসের মালিক আ.রহিমখানদাবি করেন, ২০২০ সালে পায়রা বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কন্টেইনার বাহী একটি জাহাজ পায়রা বন্দরের দ্বিতীয় বয়াসংলগ্ন এলাকায় সমুদ্রে নিমজ্জিত হয়। দুর্ঘটনা প্রবন এলাকা হিসেবে চিহ্নিত বয়া না থাকায় জেলেরা ভুলক্রমে যাওয়ায় সেখানে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়েছে।


visit:,www.dainikkalaparaprotidin.com

সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এ জাতীয় আরো খবর
এই সাইটের কোন সংবাদ, অডিও ও ভিডিও কপি করা দন্ডনিয় অপরাদ।
Created by Hafijur Rahman Akas