অনলাইন ডেস্ক।।
পটুয়াখালীর মহিপুর থানার সেরাজপুর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী মোসাঃ মোর্শেদা বেগম (৪৭) নিখোঁজ হওয়া তিন দিনের মধ্যে উদ্ধার করলেন মহিপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় মহিপুরের সেরাজপুর গ্রামের জব্বার আকনের বুদ্ধী প্রতিবন্ধী বোন মোর্শেদা বেগম (৪৭) তাদের নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে অন্যত্র চলে যায় যার। প্রথমে তাকেঅনেক খোঁজা খুঁজির পর না পেয়ে গত ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মহিপুর থানায় একটি নিখোঁজ জিডি করেন তার ভাই। তাৎক্ষনিক জিডি আমলে নিয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) খোন্দকার মো:আবুল খায়েরের তত্বাবধানে নেন। ফলশ্রুতিতে ০৩ ই অক্টোবর (রবিবার) পুরান মহিপুর শেখ জামাল সেতুর চেকপোস্টে মহিপুর থানার কর্তব্যরত এস, আই আসাদুজ্জামান জুয়েল ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করতে সক্ষম হয় এবং পরবর্তিতে তার পরিবারের কাছে হস্তান্তর করে। নিখোঁজের পরিবার তাকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরেন এবয় তারা মহিপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com