নিজস্ব প্রতিবেদক।।
কলাপাড়ায় ৫৪ টি সামুদ্রিক কচ্ছপসহ তোতা আকন (৪৮) ও তার ছেলে রুবেল (২৬) আকনকে আটক করেছে আন্ধারমানিক কোষ্টগার্ড। বুধবার রাত দুইটায় পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন নতুন কাঠপট্রি এলাকার নিজ বাসা থেকে তাদেরকে আটক করা হয়। বুধবার দুপুর দুইটায় উদ্ধারকৃত কচ্ছপ ও আটককৃত দুই ব্যক্তিকে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান জানান, তারা দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায় জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। কলাপাড়া উপজেলা বন সংরক্ষক আবদুস সালাম মিয়া জানান, এঘটনায় আটকৃত দুইজনের নামে বন্যপ্রানী সংরক্ষন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত কচ্ছপ আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হয়েছে।
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com