নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালীর কলাপাড়ায় দূর্গা পূজামন্ডপ পরিদর্শন করেছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল ইসলাম সোহাগ।
বৃহস্পতিবার সন্ধ্যা প্রথমে বাদুরতলী পূজামন্ডপ পরিদর্শন করেন। পরে তিনি শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাট মন্দির দূর্গা পূজামন্ডপ, চিংগড়িয়া সবুজ সংঘ ও চিংগড়িয়া শ্রী শ্রী সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন। ওইসব পুজা উদ্যাপন কমিটির হাতে তিনি নগদ অর্থ সহায়তা তুলে দেয়।
এ সময় তার সাথে মাহপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন, উপজেলা আওয়মীলীগ যুব ও ক্রীড়া সম্পাদক কাউন্সিলর খাইরুর হাসনাত খালিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, পৌর যুবলীগের সহ সভাপতি শেখ যুবরাজসহ স্থানীয় যুবলীগ নেতা কমীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com