আরিফ সুমন / অনলাইন ডেস্ক।।
পটুয়াখালীর মহিপুরে নিজামপুর কোষ্টগার্ডের অভিযানে ৩০ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
শনিবার রাত ৮ টা ৩০ মিনিটের সময় হাজিপুর শেখ জামাল সেতুর টোল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। কুয়াকাটা এক্সপ্রেস পরিবহন থেকে ৩০ মন জাটকা ইলিশ জব্দ করে নিজামপুর কোষ্টগার্ড। পরবর্তীতে উপজেলা মৎষ্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে জব্দকৃত মাছ বিতরন করা হয়। এসময় কন্টিজেন্টাল কমান্ডার এম জমির হোসেন বলেন জাটকা নিধন কারিদের কোনভাবে ছাড় দেওয়া হবেনা। আমাদের জাটকা নিধন বিরোধী অভিযান অব্যহত থাকবে।
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com