আরিফ সুমন ( অনলাইন ডেস্ক)।।
পটুয়াখালীর কুয়াকাটা সমূদ্র সৈকত সংলগ্ন মং সুয়ে চিং (৬০) নামের এক রাখাইন বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
১৯ শে নভেম্বর (শুক্রবার) আনুঃ সকাল ১০ টার দিকে মহিপুর থানা পুলিশ এই মৃতদেহ উদ্ধার করে। জানাযায়, কুয়াকাটা প্রধান সমুদ্র সৈকত থেকে দেড় কিলোমিটার পূর্বদিকে ঝাউবাগান সংলগ্ন একটি গাছের সাথে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মং সুয়ে চিং কুয়াকাটা পৌরসভার কেরানীপাড়া এলাকার মৃত ক্রোং জাং মাতুব্বরের ছেলে। তিনি গত ১৮ ই নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৮ টার দিকে কাউকে কিছু না বলে সে বাসা থেকে বেরিয়ে যায়। রাতে বাসায় না আসলে অনেক খোঁজাখুঁজির পরে তার কোন সন্ধানপাওয়া যায়নি।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com