নিজস্ব সংবাদদাতা।।
পটুয়াখালী - কুয়াকাটা মহাসড়কে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকাগামী একটি পরিবহনের চাপায় ৬০ বছরের নওমুসলিম বৃদ্ধের মৃত্যু হয়েছে।
জানায়ায়, ৪ ঠা জানুয়ারী (মঙ্গলবার) আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুস সোবহান (৬০), তার পিতা শ্রী বিজেন্দ্র সরকার। তিনি ১৮ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি কুয়াকাটা পৌরসভার ৫নং (তুলাতলী) ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে ঢাকাগামী যাত্রীবাহী মিমজাল পরিবহন নামের একটি বাস তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় ঘাতক বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরবর্তীতে মহিপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে, ঘাতক বাসটিকে আটক করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ এসে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। প্রাথমিক কাজ শেষে লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছ। আগামীকাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরবর্তীতে অভিযোগ পেলে আইননুসারে ব্যবস্থা নেয়া হবে।
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com