আরিফ সুমন / ডেস্ক রিপোর্ট।।
পটুয়াখালী জেলার বাউফল থানার ১নং ওয়ার্ডের সিংহেড়া কাঠী পূর্ব শত্রুতার জের ধরে স্বামীকে রক্তাক্ত যখম, স্ত্রীর শ্লীলতাহানীসহ ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, গত ৯ ই এপ্রিল (শনিবার) বিকাল আনুমানিক ৫ টার দিকে মোঃ বকু চৌকিদারের পুত্র মোঃ সেলিম চৌকিদার (৫৫) কে পার্শ্ববর্তী আইউবআলী মাল (৬০) ও তার পুত্র মিরাজ মাল (২৮) বেধরক মারপিটে রক্তাক্ত ফুলা যখম করে, স্বামীর ডাক চিৎকারে স্ত্রী ফেরদৌসী বেগম ঘর থেকে বেড়িয়ে উদ্ধার করতে এগিয়ে এলে আইউব আলী মাল’র স্ত্রী মুকুল বেগম(৫০), মিরাজ মালের স্ত্রী তানিয়া বেগম (২২), আইউব আলীর কন্যা কাকুলী বেগম (১৮) পরিকল্পিত ভাবে শ্লীলতাহানীসহ গলে থাকা স্বর্নের চেইন ছিড়ে নিয়ে যায়। মার-পিটের ঘটনায় স্থানীয়রা ছুটে আসে এবং সেলিম চৌকিদারকে রক্তাক্তাবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফেরদৌসী বেগমকে স্থানীয় বাজারে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বাউফল থানায় অভিযোগ দেওয়া হয়েছে।এ ঘটনায় বাউফল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন জানিয়েছেন, যতো বড়ো প্রভাবশালীই হোকনা কেন অপরাধী যেই হোন কোন প্রকার ছাড় পাবেনা।
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com