1. admin@dainikkalaparaprotidin.com : akas :
  2. sumonmohipur@gmail.com : desk-1 :
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।
শিরোনামঃ-
মহিপুরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ক্যাটল শেল্টার উদ্বোধন।। ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মহিপুর থানায় আত্মসমর্পন।। বর্ণাঢ্য আয়োজনে কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস বাউফলে যৌথ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার; আটক-২ পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান। আবেদ আলীর মালিকানা অস্বীকার করলেন কুয়াকাটা সান মেরিনা হোটেল কর্তৃপক্ষ।।  এইচএসসি পরীক্ষার হলে পরিক্ষার্থীর পকেটে মিললো গাজা।। কুয়াকাটায় খাল দখল করে চলছে স্থাপনা নির্মান।। মহিপুরে শিক্ষককে মারধরের বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ।  কলাপাড়ায় সেচ্ছাসেবী সংগঠন ‘প্রভাতি জনকল্যাণ সংস্থা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন।

কুয়াকাটা আবাসিক হোটেলে পতিতাসহ হোটেল মালিক গ্রেফতার।।

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১২৯৫ বার

কুয়াকাটা আবাসিক হোটেলে পতিতাসহ হোটেল মালিক গ্রেফতার।

কুয়াকাটা প্রতিনিধি।।
সোমবার রাত ৮ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার অফিসার ইনচার্জ  খোন্দকার মোঃ আবুল খায়েরের নির্দেশে এসআই মান্নান, এসআই  সাইদুল, এসআই রাসেল, এএসআই জাহাঙ্গীর সহ ১০/১২ জন ফোর্স নিয়ে আবাসিক এ.আর খান হোটেলে অভিযান করেন ।আবাসিকের আড়ালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঈদ পরবর্তী সময় পর্যটকদের ভিড়ে পতিতা দিয়ে দেহ ব্যবসা করে আসছেন ভাড়াটিয়া মালিক মোঃ ফারুক। মহিপুর থানার ওসি খোন্দকার মোঃ আবুল খায়েরের তৎপরতায় থানা পুলিশের জালে পতিতা সহ ধরা পড়েন এই ফারুক, পিতা মৃত হাতেম আলী, কাউনিয়া ২ নং ওয়ার্ড বরিশাল।  অভিযান পরিচালনার সময়  চাঁদনী (১৯)  পিতা মজিবর সরদার সাং কুকুয়া, উপজেলাঃ আমতলী, জেলাঃ বরগুনা, মুক্তা (২৫) পিতা আহম্মাদ মল্লিক সাং – টেংরাবাজার, উপজেলাঃ পাথরঘাটা, জেলাঃ বরগুনা। এই দুই যুবতীকে ২ রুমে খদ্দের ও ফারুক সহ গ্রেফতার করেন মহিপুর থানা পুলিশ। এ সময় মাহমুদ ফরাজী, পিতাঃ আলাউদ্দিন সরদার, সাং দেয়ারা, ইউনিয়নঃ দিগুলিয়া, জেলাঃ খুলনাকে আটক করা হয়।  এ বিষয় জানতে চাইলে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, তাদের কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে। এছাড়াও কুয়াকাটা সহ মহিপুর থানা এলাকাকে মাদক ও পতিতা মুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে। তিনি কুয়াকাটাকে মাদক ও পতিতা মুক্ত রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন । এই অভিযান অব্যাহত থাকুক এমনটাই দাবী সকলের।

সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এ জাতীয় আরো খবর
এই সাইটের কোন সংবাদ, অডিও ও ভিডিও কপি করা দন্ডনিয় অপরাদ।
Created by Hafijur Rahman Akas