কুয়াকাটার সৈকতে গোসলে নেমে নাহিয়ান মাহাদী নাফী (১৫) নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে কুয়াকাটা সৈকতের জিড়ো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। মৃত পর্যটক নাহিয়ান ঢাকার বংশাল থানার আবুল হোসেন রোডের বাসীন্দা নাজিম উদ্দিনের পুত্র ও ধানমন্ডি বয়েস স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, আজ সকালে নাহিয়ান তার পরিবারের ২৩ সদস্যের সঙ্গে কুয়াকাটায় এসে হোটেল সমুদ্র বাড়িতে ওঠেন। পরে আজ দুপুরে আড়াইটার দিকে তাদের সঙ্গে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে গোসলে নেমে নিখোজ হন। প্রায় আধা ঘন্টা পর পরিবারের সদস্যরাই তাকে থেকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নাহিয়ান সাঁতার জানতো বলে জানায় স্বজনরা।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com