আরিফ সুমন/ ডেস্ক রিপোর্ট ।।
বঙ্গোপসাগরের কুয়াকাটা সংলগ্ন সোনার চরের একই স্থানে ২৬ টি মাছ ধরার ট্রলারে ডাকাতি অভিযোগ পাওয়া গেছে ।
২৯ শে জুলাই (বৃহস্পতিবার) আনুমানিক রাত ৮ টার দিকে সোনাচর সংলগ্ন গভীর সাগরের ছয়বামে (৬০ নটিক্যামাইল) এলাকায় ২৬ টি ট্রলার ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতি শোষে ৯ জেলেসহ এফবি ভাই ভাই নামের একটি ট্রলার ডুবিয়ে দিয়েছে ডাকাতদল। পরবর্তিতে ডুবিয়ে দেয়া ট্রলারের ৯ জেলেকে উদ্ধার করে গতকাল রাতেই মৎস্য বন্দরে আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মহিপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ রাজু আহমেদ রাজা।
ডাকাতির শিকার হওয়া জেলেরা জানান, ২২ থেকে ২৩ সদস্যের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ট্রলারে হামলা চালিয়ে মাছ সহ সকল মালামাল ছিনিয়ে নিয়ে যা এবং পরে আমাদের ট্রলারটি ডুবিয়ে দিয়ে যায়। এ সময় তারা আর বেশ কয়েকটি ট্রলারে ডাকাতি করে। পরে রাত দশটার দিকে মা বাবার দোয়া নামের ট্রলারটি আমাদের উদ্ধার করে।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. আরিফ বলেন, ডাকাতির ঘটনা শোনার পর আমাদের টহল জোরদার করা হয়েছে।
পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, বিষয়টি আমরা খোজ খবর নিয়ে দেখছি।
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com