মিজানুর রহমান বুলেট (ডেস্ক রিপোর্ট)।। উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে। এদিকে প্রখর রোদে গরমের তীব্রতা অনেকটা বেড়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে নিমন্ম আয়ের মানুষ। গত ২৪ ঘন্টায় জেলায় সর্বোচ্চ ৩৫.৬ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা বন্দর সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরপাদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com