বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া পানি প্লাবিত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলাবার (২৩ আগষ্ট) সকাল ১১ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়ায় এ সহায়তা বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৭ আর্টিলারি ব্রিগেড এর তত্ত্বাবধানে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি'র বাস্ত্মবায়নে এ ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে।
ওই ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের জেলে ও পানি পস্নাবিত পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, চিড়া, মুড়ি, লবন, মসলা ও বোতলজাত পানির একটি করে প্যাকেট তাদের হাতে তুলে দেয়া হয়। ত্রাণ সামগ্রী হাতে পেয়ে পরিবারগুলোর সদস্যদের মুখে হাসি ফুটে উঠে। চারিপাড়ার ৫ নং ওয়ার্ডের রবেজান বেগম, কালাম গাজী, আফেল উদ্দিন, বারেক প্যাদা, ৬ নং ওয়ার্ডের মিনারা বেগম ও জয়নব বেগমসহ অনেকেই সেনাবাহিনীর এ কার্যক্রমে খুশি হন। তারা বলেন, সেনাবাহিনীর ত্রাণ পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। তারা আমাদের করম্নন অবস্থা দেখে পাশে দাড়িঁয়েছে এতে আমরা শুকরিয়া আদায় করছি। এসময় শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট'র ক্যাপ্টেন মো. সানজিদুর রহমান ও তার টিমের সদস্যসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ক্যাপ্টেন মো. সানজিদুর রহমান বলেন, সেনাবাহিনীর থেকে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। আজ এ ইউনিয়নের দুই ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র ও বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছি। পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com