আনোয়ার হোসেন আনু (ডেস্ক রিপোর্ট) ।। কুয়াকাটা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের ২০ ঘন্টা পরে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০ টায় পশ্চিম কুয়াকাটা শুকটী পল্লী সংলগ্ন সাগরের আধা কিলোমিটার গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সবুজ আইটেল মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। সে বগুরা জেলার শাহজাহানপুর এলাকার মৃত সিরাজুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২২ আগস্ট) দুইটার দিকে সৈকতে গোসলে নেমে সবুজ নিখোঁজ হন। অনেক খোজাখুজির পর আজ সকাল ১০ টার দিকে মোশারেফ মাঝি নামের এক জেলের জালে তার মরদেহ আটকে যায়। পরে জেলেরা তার মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) খোন্দকার মোঃ আবুল খায়ের জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজের বিষয়ে তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com