বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।।পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত দুই দিনে এখানে ডেঙ্গু আক্রান্ত্ম আট জন রোগী কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন। এরা হচ্ছেন, নাচনা পাড়া গ্রামের আনোয়ারা (৬৫), শান্ত্মিপুর গ্রামের লামিয়া (১৮), মম্বিপাড়ার আরিফ (১৯), মহিপুরের পলাশ (১৫), ধানখালীর মেহেদী (২৪), চিঙ্গরিয়ার আলাউদ্দিন (৪৩), উজিরপুরের হানিফ (৪২) ও শফিকুল ইসলাম (২৯)। এর মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা বরিশাল প্রেরণের সুপারিশ করেছেন।
কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জেএইচ খান লেলিন জানান, সিত্রাংএর প্রভাবে অতি বৃষ্টির কারণে মশার উপদ্রব বেড়েছে। তাই ডেঙ্গুর সংক্রমন শুরম্ন হয়েছে। তিনি জানান, প্রতিদিন কলাপাড়া হাসপাতালে জ্বর নিয়ে অন্ত্মত অর্ধশতাধিক মানুষ বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। গ্রামের মানুষ ডেঙ্গু আক্রান্ত্ম হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়ছে। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে মশার উপদ্রব থেকে সতর্ক থাকার পরামর্শ দিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার। রাতের বেলা মশারি টানিয়ে ঘুমাতে পরামর্শ দিয়েছেন। জ্বর অনুভব হলেই হাসপাতালে পরীÿার জন্য বলেছেন।
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com