দুদিন আগেই জানা গেছে, ইনজুরিতে আক্রান্ত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের সেনেগালিজ তারকা সাদিও মানে। বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি, এ কথা জানার পরও মানেকে রেখেই কাতার বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন সেনেগাল কোচ আলিউ সিসে। যদিও তার কাতার বিশ্বকাপে খেলা নিয়ে এখনো শঙ্কা কাটেনি।
খেলতে না পারলেও দলে থাকলে মানের কারণে উজ্জীবিত হবেন বাকি ফুটবলাররা, এ কারণেই হয়তো বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকারকে দলে রেখেছেন কোচ। আলিউ সিসে বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং ফুটবল ফেডারেশন থেকে তার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একজন ডাক্তারও পাঠিয়েছি।’
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com