প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৩, ৪:৪৮ পি.এম
আবারও জেলার শ্রেষ্ঠ হলো মহিপুর থানা।।
দ্বিতীয় বারের মতো মহিপুর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করেছে পটুয়াখালী জেলা পুলিশ।
২৭ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় বেষ্ট পারফরমেন্সের পুরস্কার হিসেবে মহিপুর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা এবং অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হন খোন্দকার মোঃ আবুল খায়ের।
এ সময় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) খোন্দকার মোঃ আবুল খায়েরের হাতে ক্রেষ্ট এবং সনদ তুলে দেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম। জেলার শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ বিট অফিসার হিসাবে নির্বাচিত হন মহিপুর থানার এস,আই সৈয়দ মোজাম্মেল হক। মহিপুর থানা এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রন সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যটকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করা সহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ চেকপোস্ট জোড়দার করায় গত মার্চ মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে পটুয়াখালী জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে মহিপুর থানাকে নির্বাচিত করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) খোন্দকার মোঃ আবুল খায়ের ভবিষ্যতে দক্ষতা ও পরিশ্রম দিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস প্রদান করেন।
এ সময় পটুয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।।

উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com