প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৩, ২:১৫ পি.এম
কুয়াকাটায় ছিনতাইয়ের অভিযোগে ২ কিশোর গ্রফতার।।
পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের মারধর করে ছিনতাইয়ের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মহিপুরের আব্দুস সালামের ছেলে মোঃ বাইজিদ( ১৭) ও মোঃ ফোরকান দফাদারের ছেলে মোঃ তানভির ওরফে শান্ত (১৮)। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ধারনা গ্রেফতারতৃক দুজন'ই একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য।
জানাযায়, ৬ ই মে (শনিবার) সন্ধ্যার পরে কুয়াকাটার সৈকতে বেড়াতে আসা পর্যটকদের ৭/৮ জন কিশোর মারধর ও টাকা ছিনতাই করে পালিয়ে যায়। ঢাকা- কুযাকাটা মহাসড়ক সংলগ্ন আনন্দ বাড়ি গেস্ট হাউজের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পর্যটকরা বিষয়টি ট্যুরিষ্ট পুলিশের অভিযোগ কক্ষে মুঠোফোনে জানালে তাৎক্ষণিক তারা অভিযান চালিয়ে এই দুই কিশোরকে গ্রেফতার করে মহিপুর থানায় সোপর্দ করেন। পরবর্তিতে ভুক্তভোগী পর্যটক মোঃ সাব্বির হোসেন অজ্ঞাত ৮ জনকে আসামি করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক (ওসি) হাসনাইন পারভেজ জানান, এরা একটি সংঘবদ্ধ ছিনতাইয়ের গ্রুপের সদস্য , যাদের মধ্যে অধিকাংশেরই বয়স ১৭ থেকে ১৯ বছর।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের বলেন, দুইজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আজ ( রবিবার) আদালতে প্রেরণ করা হয়েছে । এ চক্রের পলাতক অপর সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com