1. admin@dainikkalaparaprotidin.com : akas :
  2. sumonmohipur@gmail.com : desk-1 :
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।
শিরোনামঃ-
মহিপুরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ক্যাটল শেল্টার উদ্বোধন।। ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মহিপুর থানায় আত্মসমর্পন।। বর্ণাঢ্য আয়োজনে কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস বাউফলে যৌথ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার; আটক-২ পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান। আবেদ আলীর মালিকানা অস্বীকার করলেন কুয়াকাটা সান মেরিনা হোটেল কর্তৃপক্ষ।।  এইচএসসি পরীক্ষার হলে পরিক্ষার্থীর পকেটে মিললো গাজা।। কুয়াকাটায় খাল দখল করে চলছে স্থাপনা নির্মান।। মহিপুরে শিক্ষককে মারধরের বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ।  কলাপাড়ায় সেচ্ছাসেবী সংগঠন ‘প্রভাতি জনকল্যাণ সংস্থা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন।

মহিপুরে জোর করে জমি দখলের অভিযোগ।।

  • আপডেট সময়ঃ শনিবার, ২০ মে, ২০২৩
  • ৪২৯ বার

কলাপাড়া উপজেলার মহিপুর থানার অন্তর্ভুক্ত মহিপু সদর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের মোহাম্মদ আবু সালেহ ও মাসুমা বেগম দম্পতির জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

একই একটি গ্রামের মনসুর দালালের পুত্র শানু দালালের বিরুদ্ধে জোরপূর্বক রাতের আঁধারে এ ঘরবাড়ি তৈরী ও কৃষি জমি নষ্ট করে পুকুর খননের অভিযোগ উঠেছে।

এবিষয়ে ভুক্তভোগী আবু সালে বলেন, বিবাদীরা অত্যন্ত প্রভাবশালী ধনাঢ্য লোক তাহারা আমাকে অসহায় পাইয়া আমার কবলা দলিলকৃত প্রায় ১৫০শতাংশ জমি অন্যায় ভাবে দখল নেওয়ার পায়তারা চালাচ্ছে। রাতের আঁধারে ঘরবাড়ি নির্মাণ করার।

মোসা. মাসুমা বেগম সাংবাদিকদের জানায়, উপজেলার ২৭নং জেএল ইউসুবপুর মৌজার এসএ ১৪৪, ৩৫২, ৩৫ নং খতিয়ানের যাহার বিএস নং ২৬৭, ১৪৫ দাগ নং ২৫০৮/২৫০৯/২৫১০/২৩৯১/৩০৩৬/৩০২০ দাগের জমির ওয়ারিশ ও সাব কবলা ক্রয়সূত্রে মালিক আমি ও আমার স্বামী। কাজের সুবাদে আমরা দূরে থাকায়, আমাদের অনুপস্থিতিতে রাতের আঁধারে শানু হাওলাদার তার ছেলে,জামাতা সহ লোকজন নিয়ে তড়িঘড়ি করে জায়গা দখল করে ঘরবাড়ি নির্মাণ পুকুর খনন করে।

আমরা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউপি সদস্য, ইউপি চেয়ারমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হই।

তিনি আরও বলেন, ‘আদালতের নির্দেশে মহিপুর থানা কর্তৃপক্ষ নোটিশ জারি করে সম্পত্তিতে ঘরবাড়ি তৈরি করতে নিষেধ করার সত্ত্বেও সানু হালদার রাতের আঁধারে বাড়ি ঘড় তৈরী করার পাঁয়তারা চালাচ্ছে।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ আলী মেম্বার জানান, প্রায় ৮ বছর আগে আবু সালেকের ৪২কাঠা জমি বিক্রির কথা হয় শানু হাওলাদারের সাথে ৩৪হাজার টাকা শতক দরে ১৪লাখ টাকা দাম ধরা হয়।

শানু হাওলাদার আমার কাছে জামানত হিসেবে ২ লক্ষ ৫০ হাজার টাকা জমা রাখা হয়।

সেখান থেকে আমি আবু সালেক কে ১লক্ষ ২২হাজার টাকা দেই , বাকি টাকা ১৩লক্ষ টাকা শানু সময়মতো না দিতে পারায় জমি বেচা বিক্রি হয়নি। এবং আমার কাছে জামানত হিসেবে রাখা বাকি ১লক্ষ ২৮ হাজার টাকা শানু হাওলাদার নিয়ে যায়। এবং জমি বেচা-বিক্রি হয়না।

স্থানীয় বাসিন্দা গাজী হুমায়ুন বলেন, আবু সালেক হাওলাদারের জমি আমার কাছে খাই খালাসী হিসেবে বন্ধক ছিল, আইউব আকন ও শানু হাওলাদার এসে আমার কাছ থেকে দলিল নিয়ে যায়। এবং আমাকে বলে যায় আবু সালেক’র কাছে ১লক্ষ ২২ হাজার টাকা পাব। তার বিনিময়ে ৭বছর জমি ভোগ করেন। এবং তার অনুপস্থিতিতে প্রায় ৩০ শতক জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ ও পুকুর খনন করেন।

অপর বাসিন্দা ছোবাহান হাওলাদার জানান, শানু হাওলাদারের জমি আমি ক্রয় করবো এবং শানু আবু সালেকের জমি ক্রয় করবে, এই মর্মে আমি শানুকে ৮ লক্ষ টাকা দেই, সে আমাকে জমি না দিয়ে কালক্ষেপণ করে ২/৩ বছর ঘুরিয়ে ফিরিয়ে রাখে, আবু সালেকের জমি ক্রয় করতে না পারায় সেও আর আমাকে তার জমি দেয়নি পরে মহিপুর থানা পুলিশের শরণাপন্ন হয় আমি আমার টাকা উদ্ধারকরি।

এ বিষয়ে অভিযুক্ত শানু হাওলাদার জানান, ‘জমিটি আমার কাছে বিক্রি করার কথা ছিল কিন্তু সে আমাকে দলিল দেয়নি। পরে দলিল দিবে বলে আমাকে এই জমিটুকু সে দখল দিয়ে


সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এ জাতীয় আরো খবর
এই সাইটের কোন সংবাদ, অডিও ও ভিডিও কপি করা দন্ডনিয় অপরাদ।
Created by Hafijur Rahman Akas