পটুয়াখালীর কলাপাড়া ধানখালি মেহের উদ্দিন (এম, ইউ) মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচতলা ভবন নির্মাণে নিম্নমান সামগ্রী ব্যবহার করায় নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।
গত ২৩ শে জুলাই (রবিবার) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ধানখালি মেহের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পাঁচতালা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন কালে নিম্নমানের সামগ্রীর ব্যবহার করায় তাৎক্ষণিক নির্মাণ কাজ বন্ধ করে দেয়। ইতিপূর্বে তিনি একই বিদ্যালয়ে পরিচালনা কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগে নির্বাচন প্রক্রিয়া স্থগিত করেন।
জানাযায়, সম্প্রতি ধানখালী ও চম্পাপুর কিছু মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে উক্ত বিদ্যালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পাঁচতালা ভবনের নির্মাণে অনিয়ম ও নিম্নমানের প্লাষ্টার বালু, ইটের খোয়া ও পাথর ব্যবহার করায় নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্মাণ সামগ্রীর ল্যাব টেস্ট ও পরিদর্শন রিপোর্ট যাচাই করে গুণগত মান নিশ্চিত করে ভবনের নির্মাণ কাজ শুরু হবে। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণে আমাদের সর্বোচ্চ প্রয়াস অব্যাহত থাকবে।
পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শহিদুল ইসলাম বলেন ৩ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ের এম,ইউ মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচতলা ভবনের নির্মান কাজ পরিচালনা করেছে করছে শফিক এন্টার প্রাইজ ও খান ট্রেডার্স নামের ২ টি ঠিকাদার প্রতিষ্ঠান। কাজ বন্ধ করে দেয়ার বিষয়ে তিনি অবগত হয়েছেন। ব্যবহৃত সামগ্রী ল্যাব টেষ্টের জন্য পাঠানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে মান সম্মত নির্মাণ সামগ্রী নিশ্চিত করে কাজ করার জন্য বলা হয়েছে। তবে এ বিষয়ে উভয় ঠিকাদার প্রতিষ্ঠানের কোন বক্তব্য পাওয়া যায়নি।
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com