মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দক্ষিণ মুসুল্লীয়াবাদ থেকে মশিউর (৩০) ও আশ্রাফ (৪০) নামের দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ৩২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মহিপুর থানার সদর ইউনিয়নের পুরান মহিপুর গ্রামের হাজী মোঃ আতাহার হাওলাদারে ছেলে মোঃ মশিউর (৩০) এবং কুয়াকাটা পৌরসভার মেলাপাড়া গ্রামের মোঃ হাসান আলীর ছেলে মোঃ আশ্রাফ আলী (৪০)। এরা দু'জনেই চিহ্নিত মাদক ব্যবসায়ী।
পুলিশের সূত্রে জানাযায়, মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদের একটি ভাড়া বাসা থেকে মশিউর হাওলাদারকে ২২০ পিস ইয়াবাসহ এবং আশ্রাফ আলীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম খান জানান, আতকৃত ২ আসামী চিহ্নিত মাদক কারবারি। তাদের উভয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ সময় তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে থানা পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com