মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। সোমবার গভীর রাতে থানার ধূলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট এলাকায় অভিযান চলাকালীন তাকে আটক করা হয়।
আটককৃত হলেন, মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আমখোলা পাড়ার মৃত শফিক চৌকিদারের ছেলে মোঃ আলমগীর চৌকিদার (৩৫) ওরফে জামাই আলমগীর।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ধূলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট বেড়িবাঁধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মহিপুর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃত আলমগীর চৌকিদারের বিরুদ্ধে মহিপুর থানায় পূর্বে আরো ৫ টি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।