পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের মাদক জিরো টলারেন্স অভিজানে পর্যটনকেন্দ্র কুয়াকাটা থেকে গাঁজাসহ আরো এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
মহিপুর থানার নবাগত ও,সি আনোয়ার হোসেন তালুকদার গণমাধ্যমে এক মতবিনিময় সভায় মহিপুর থানাকে মাদক জিরো টলারেন্স ঘোষণা করে। পুলিশ সূত্রে, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে মহিপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে কুয়াকাটা সাগর কন্য হোটেলের সামনে বেড়িবাঁধ থেকে মোঃ রুমান হাওলাদার (২৭) গ্রেফতার করে। এই সময় তাকে তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক মোঃ রুমান হাওলাদার কুয়াকাটা পৌরসভার ০২ নং ওয়ার্ড পম্চিম কুয়াকাটার বাসিন্দা মোঃ হারুন হাওলাদারে ছেলে।মহিপুর থানার এস আই মোঃ আবু হানিফ এবং এ,এস আই মোঃ জাহাঙ্গীরের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, এই ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তি আরো বলেন মহিপুর থানাকে মাদক জিরো টলারেন্স অভিজান চলমান থাকবে।
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com