পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষককে মারধরের বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক- শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মিশ্রীপাড়া ফাতেমা-হাই মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি মিশ্রীপাড়া বাজারে এসে শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অংশ গ্রহন করেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। মিশ্রীপাড়া ফাতেমা-হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার রাত ৮ টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিশ্রীপাড়া মন্দির সংলগ্ন এলাকায় ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. শাহ আলমের উপর হামলা হয়। তাঁকে রক্ষা করতে আসলে সাবেক এক শিক্ষার্থীর উপরও হামলা করে স্থানীয় কুদ্দুস সিকদারের নেতৃত্ব বেশ কয়েকজন সন্ত্রাসীরা।
মানববন্ধনে হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন শিক্ষক-শিক্ষার্থীরা। দ্রুত বিচার না হলে ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচী পালন করারও হুমকি দেন তারা।
উপদেষ্টাঃ মোঃ মিজানুর রহমান বুলেট, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ মাহামুদ সুমন, প্রধান নির্বাহী সম্পাদক: মোঃ বশির উদ্দিন মাষ্টার, বর্তা সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সিদ্দিক মোল্লা
আঞ্চলিক অফিসঃ মহিপুর থান সড়ক, মহিপুর, পটুয়াখালী। যোগাযোগঃ 01712926762; 01711583703; 01718260171;01615525540; Email: news.dainikkalaparaprotidin@gmail.com