পর্যটান কেন্দ্র কুয়াকাটার শত বছর পুরনো ঐতিহ্যবাহী কুয়াকাটা খালটি বিলুপ্ত করতে মরিয়া স্থানীয় প্রভাবশালী দখল সন্ত্রাস। বর্তমানে কুয়াকাটার একমাত্র ঐতিহ্যবাহী খালটি প্রকাশ্যে দখল করে চলছে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান নির্মান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাকের ডগায় এহেন দখল সন্ত্রাস দেখে নানান প্রশ্ন সাধারন মানুষের মনে।
সরেজমিনে দেখা যায়, একসময় শিববাড়িয়া খলের সাথে জোয়ার ভাটার সংযোগ থাকা কুয়াকাটা খালটির অস্তিত্ব আজ কালের বিবর্তনে পুরোপুরি বিলীনের পথে। স্থানীয় প্রভাবশালী একটি মহল কুয়াকাটা মেয়র মার্কেট সংলগ্ন খালের মধ্যে দখল করে নির্মান করছেন ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান। দখলদার প্রভাবশালী হওয়ার কারনে প্রতক্ষদর্শীরা রয়েছে নিরব।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কেটের এক ব্যবসায়ী বলেন, এ বিষয়ে সকাল থেকে মহিপুর ভূমি অফিসে একাধিক বার যোগাযোগ করলেও কোন সাড়া পাওয়া যায় নি।। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দখল দূষণের কারণে খালটি ভরাট হয়ে গেছে। যেটুকু বাকি আছে তা ভরাটের প্রক্রিয়াধীন রয়েছে। দিন দিন যেভাবে খাল ভরাট ও দখল হয়ে আসছে তাতে আগামীতে কুয়াকাটা পানি নিষ্কাশন সহ খালের কোনও অস্তিত্ব থাকবে না।
এ বিষয়ে মহিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও স্থানীয় পৌর কাউন্সিলরকে একাধিক বার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছুই জানা নেই। কেউ তাকে জানায়নি। কাউন্সিলরের মাধ্যমে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।