১১৪ পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানকে সোমবার (২৩ সেপ্টেম্বর) আছর নামাজ বাদ তার গ্রামের বাড়িতে ৩য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
এর আগে সোমবার(২৩ সেপ্টেম্বর) বাদ জোহর কলাপাড়া পৌরশহরের কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে তার ২য় নামাজে জানাজা এবং রবিবার এশার নামাজ বাদ ঢাকার ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে তার ১ম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। দল মত নির্বিশেষে হাজার হাজার মানুষ তার নামাজে জানাজায় অংশ নেয়।
রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছেলো ৭৬ বছর।
১১৪, পটুয়াখালী-৪ আসন থেকে তিনি ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৩ সাল থেকে তিনি কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, রাঙ্গাবালী উপজেলা, কলাপাড়াকে ১ম শ্রেণির পৌরসভা, কুয়াকাটা পৌরসভা, মহিপুর থানা, ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সেতু নির্মাণ, কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কে শহীদ নজরুল ইসলাম সেতু নির্মাণ সহ দক্ষিণ অঞ্চলের উন্নয়নে তার ব্যাপক ভূমিকা রয়েছে।