1. admin@dainikkalaparaprotidin.com : akas :
  2. sumonmohipur@gmail.com : desk-1 :
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।
শিরোনামঃ-
মহিপুরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ক্যাটল শেল্টার উদ্বোধন।। ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মহিপুর থানায় আত্মসমর্পন।। বর্ণাঢ্য আয়োজনে কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস বাউফলে যৌথ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার; আটক-২ পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান। আবেদ আলীর মালিকানা অস্বীকার করলেন কুয়াকাটা সান মেরিনা হোটেল কর্তৃপক্ষ।।  এইচএসসি পরীক্ষার হলে পরিক্ষার্থীর পকেটে মিললো গাজা।। কুয়াকাটায় খাল দখল করে চলছে স্থাপনা নির্মান।। মহিপুরে শিক্ষককে মারধরের বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ।  কলাপাড়ায় সেচ্ছাসেবী সংগঠন ‘প্রভাতি জনকল্যাণ সংস্থা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন।

মহিপুরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ক্যাটল শেল্টার উদ্বোধন।।

  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৭০ বার

পটুয়াখালীর মহিপুরে বহুমুখী আধুনিক সুবিধা সম্বলিত একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ক্যাটল শেল্টার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মহিপুর সদর ইউনিয়নের কমরপুর গ্রামে দাতা সংস্থা জাপান মোফা’র অর্থায়নে ও গুড নেইবারস জাপান-এর সার্বিক সহযোগিতায় গুড নেইবারস বাংলাদেশ ডিআরআর প্রজেক্টের নির্মিত এ আশ্রয়কেন্দ্রটি শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ-এর হেড অব ইকোনোমি ইউনিট প্রধান রেমন্ড কুইয়া’র সভাপতিত্বে ডিআরআর প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজীব বিশ্বাস ও প্রোগ্রাম অফিসার আফিয়া ফেরদৌস খানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী, গুড নেইবারস বাংলাদেশ-এর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের এরিয়া প্রধান যোসেফ ডায়েস, ডিআরআর প্রজেক্টের এশিয়া সেকশন ম্যানেজার ইউকি ইউশিমুরা, কো-অর্ডিনেটর দীপক কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী-সিপিপি’র সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, মহিপুর থানা বিএনপি’র সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ ও জমিদাতা মো. সিদ্দিকুর হাওলাদার।

গুড নেইবারস-এর কর্মকর্তা ও দাতা সংস্থার প্রতিনিধিরা জানান, বিভিন্ন সুযোগ-সুবিধা সম্বলিত অত্যাধুনিক এ আশ্রয়কেন্দ্রটি নির্মাণে ৪ কোটি টাকা ব্যয় হয়েছে। ৮ হাজার ৬০০ বর্গফুটের এ শেল্টারটিতে সার্বক্ষণিক বিদ্যুৎ, নিরাপদ স্যানিটেশন, বিশুদ্ধ পানি ও ১৪ টি রুমে থাকার সুযোগ পাবে ৭ শতাধিক মানুষ। নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের জন্য আলাদা আলাদা ইউনিট রয়েছে। এছাড়া গবাদি পশু-পাখি রাখার জন্য আরেকটি আলাদা ইউনিট করা হয়েছে। শেল্টারটি সারাবছর শিক্ষাপ্রতিষ্ঠান এবং এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অত্র এলাকার জনগণকে দুর্যোগ সম্পর্কে সচেতনতার লক্ষ্যে ঘূর্ণিঘড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়ার আয়োজন করা হয়। পরে গুড নেইবারস-এর কর্মকর্তারা শেল্টারের চাবি ও দলিল হস্তান্তর করেন

সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এ জাতীয় আরো খবর
এই সাইটের কোন সংবাদ, অডিও ও ভিডিও কপি করা দন্ডনিয় অপরাদ।
Created by Hafijur Rahman Akas