ডেস্ক রিপোর্ট।। মহিপুর থানার আলীপুর বাজার সংলগ্ন কালাচাঁন পাড়া রাস্তার মোড় থেকে ৪৫ পিচ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। ৩০ শে অক্টোবর (সোমবার) সন্ধ্যা আনুমানিক ৬ টা ৩০ মিনিটের দিকে মৎস বন্দর আলীপুর বাজার সংলগ্ন কালাচাঁন পাড়ার রাস্তার মোড়ে মাদক ক্রয়-বিক্রয় সময় হাতেনাতে এদেরকে আটক করা হয়।
মহিপুর থানা সূত্রে, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) মোঃ ফেরদৌস আলম খানের নির্দেশে মহিপুর থানার এস, আই নুরুন নবী (নিঃ) ও তার সঙ্গীয় ফোর্স থানা এলাকায় জরুরী ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনাকালীন সোর্সের মাধ্যমে মাদক ক্রয় বিক্রয়ের তথ্য পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে এই দু’জনকে ৪৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজারের বাসিন্দা আঃ রহমান হাওলাদারের ছেলে মোঃ তরিকুল ইসলাম (২২) ও কুয়াকাটা পৌরসভার ০৬ নং ওয়ার্ড নবীনপুরের বাসিন্দা মোঃ ইয়াছিন হাওলাদারের ছেলে মোঃ ইসা হাওলাদার (২৩)।
এবিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) মোঃ ফেরদৌস আলম খান বলেন, মহিপুর থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে মহিপুর থানার পুলিশ সদস্যরা। এই অভিযানের বেশ সফলতার সাথে মাদক নিয়ন্ত্রণ হয়েছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে মহিপুর থানায় মদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।