মহিপুরের থানা নির্মান শ্রমিক ফেডারেশন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার (০১ মে) সকাল সাড়ে নয়টায় দিবসটি উপলক্ষে মহিপুর থানা নির্মান শ্রমিক ফেডারেশনের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহিপুর থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষি শেষে সংগঠনটির থানা অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মহিপুর থানা শ্রমিক ফেডারেশনের কার্যকারি সভাপতি মোঃ সেলিম হাওলাদারের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক মোঃ ফারুক মীরের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের থানা কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মহিপুর থানা নির্মান শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি মোঃ নাসির উদ্দন কালু, সহ সভাপতি মোসাঃ শাহানাজ আক্তার, সদস্য মোঃ মিলন ফিটার, সদস্য মোঃ আলামিন মুসুল্লি, সদস্য ফারুক ফিটার, মোঃ জাকির হাওলাদার সহ মহিপুর নির্মান শ্রমিক ফেডারেশনের সদস্য বৃন্দ। শোভাযাত্রা ও আলোচনা সভায় সংগঠনটির কয়েকশত শ্রমিক অংশগ্রহণ করে। আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়।