আরিফ সুমন (অনলাইন ডেস্ক)।।
পটুয়াখালীর মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) মনিরুজ্জামানকে বদলি করা হয়েছে। নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ও,সি) দ্বয়িত্বে যোগদান করলেন নিরস্ত্র পুলিশ পরিদর্শক খন্দকার মোঃ আবুল খায়ের।
২৯ শে সেপ্টেম্বর (বুধবার) দীর্ঘ ১ বছর ৬ মাসের কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বিদায় নিলেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) মোঃ মনিরুজ্জামান মনির। অন্যদিকে মহিপুর থানার তদন্ত কর্মকর্তা নিরস্ত্র পুলিশ পরিদর্শক খন্দকার মোঃ আবুল খায়ের কর্তব্যরত থাকা কালীন সময়ে পদোন্নতি পেয়ে মহিপুর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ও,সি) পদে যোগদান করেন।
জানা যায় পুলিশের নিয়মিত কর্মস্থল পরিবর্তনের অংশ হিসেবে এ বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানা যায়। গত ২০২০ ইং সালের ২ রা মার্চ পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান মনির মহিপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) হিসেবে যোগদান করেন। তিনি ১ বছর ৬ মাস বিচক্ষণতার সাথে তার দ্বায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে মহিপুর কর্মস্থল থেকে ২৯ শে সেপ্টেম্বর বিদায় নেন এবং নিরস্ত্র পুলিশ পরিদর্শক খন্দকার মোঃ আবুল খায়ের মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দ্বায়িত্ব গ্রহন করেন।
মহিপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) খন্দকার মোঃ আবুল খায়ের দ্বায়িত্ব গ্রহন করে মহিপুর থানাকে মাদক, সন্ত্রাস, জুয়াসহ সকল অপরাধ ও অপরাধী মুক্ত করার প্রত্যায় ব্যক্ত করেন। মহিপুরকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে সকল গনমাধ্যম ও স্থানীয় সচেতন মহলকে অপরাধ /অপরাধীর তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।